বস্তিবাসী ও বঞ্চিত শিশুদের জন‍্য বিদ‍্যাসামগ্রী প্রদান

বস্তিবাসী বঞ্চিত শিশুদের জন‍্য বিদ‍্যাসামগ্রী প্রদান প্রকল্পে বাংলাদেশ রোটারী ক্লাবের সহযোগীতায় আমরা বিদ‍্যালয়ের পোশাক প্রদান করছি। প্রাথমিক ৭৫০ জন ছাত্রছাত্রীর পোশাক প্রদান করা শুরু করেছি। তাদের সব ধরনের বিদ‍্যাসামগ্রী প্রয়োজন আছে। তাই যেকোন ধরনের সাহায‍্যের জন‍্য এই শিশুগণ কৃতজ্ঞ থাকবে চিরকাল।

আপনাদের দান অনুদানের হিসাব চাহিবামাত্র প্রদান করা হবে। আমরা সকলে স্বেচ্ছাসেবক হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছি যাতে আপনাদের দানের ১০০% শিশুদের কাছে পৌছে।

৭৫০ স্কুল ইউনিফর্ম প্রয়োজন

২০০ একটি রোটারী ক্লাব সদস্যদের দান

৫৫০ এখনো প্রয়োজন @ ৪৯০ টাকা প্রতিটি

স্কুল ইউনিফর্ম একটি শিশু হাসি ফুটাতে পারে!

এখন তহবলে অবদান রাখতে পারছেন না তো কী। সবার সাথে তথ্য শেয়ার করুন! এটা তো আপনার একটা স্বক্রিয় ভূমিকা !

কোন পরিমাণই খুবই ছোট নয়! দয়া করে অনুদান বাটনে ক্লিক করুন আর একটি একটি বঞ্চিত শিশুর মুখে হাসি ফোটন। একটু বড় অনুদানের জন‍্য ব‍্যঙ্কের মাধ‍্যমে টাকা পাঠানোর ব‍্যবস্থা আছে। আপনার মতামত, পরামর্শ আমাদের পথ দেখাতে পারে।

যেকোন বিষয় জনতে কাউছার ভূইয়াঁকে kbhuiyan [at] yahoo.com ঠিকণায় লিখুন। ধন্যবাদ!




2017040600032

2017040600014

2017040600006