খুরশীদ জাহান হক: জন্মঃ আগষ্ট ১১, ১৯৩৯, দিনাজপুর

শিক্ষাঃ ১৯৫৪ সালে মেট্টিকুলেশন; ১৯৫৬ সালে কুমিদিনী কলেজ হতে উচ্চ মাধ্যমিক; ১৯৫৮ সালে কুমিদিনী কলেজ হতে সতক।

রাজনৈতিক জীবনঃ তিনি ১৯৫৬-৫৭ সালে কুমিদিনী কলেজে পড়াবস্থায় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন। তিনি জাগদলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। খুরশীদ জাহান হক ১৯৯১ সালে নির্দিষ্ট মহিলা সংরক্ষিত আসনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। বি.এন.পি’র প্রার্থী হয়ে তিনি দিনাজপুর-৩ আসন হতে ১৯৯৬ সালে ৬ই ফেব্রয়ারীর সাধারণ নির্বাচনে এবং একইভাবে ১৯৯৬ সালের ১২ই জুনের নির্বাচনে জনগণের ভোটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তিনি পুনরায় ১লা অক্টোবর, ২০০১ সালে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।

খুরশীদ জাহান হক অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কর্মসূচীতে নিয়োজিত ছিলেন। তিনি চীনে বাংলাদেশের পক্ষে উচ্চক্ষমতা সমপন্ন মহিলা পার্লামেন্টারী দলের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ইন্দোনেশিয়ায় সেকন্ড এশিয়া এবং প্যাসিফিক মিনিষ্ট্রিয়াল কনফারেন্সে যোগদান করেছিলেন।
খুরশীদ জাহান হক বড় পুকুরিয়া পাথর কয়লা খনি এবং মধ্যপাড়া কঠিন শীলা প্রকল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন।

পরিবারঃ খুরশীদ জাহান খালেদা জিয়ার বড় বোন।

 

                                                                                        এ লেখাটিতে তথ সংযোজন বা বিয়োজনের জন to(at}bangladeshinside.com ঠিকানায় লিখুন।